কাপ্তাই প্রতিনিধিঃ
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে রবিবার (১৬ জুলাই) থেকে সারা দেশের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান তালাবদ্ধ করে রাখার কর্মসূচি বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ)শুরু করলেও কাপ্তাই উপজেলার ১৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কেহই তালা ঝুলিয়ে শিক্ষকদের চলমান আন্দোলনে শরিক হননি বলে সংবাদ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে কাপ্তাই উপজেলাধীন যে সকল বিদ্যালয় রয়েছে সেগুলো হলো বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, কর্ণফুলী পেপার মিলস হাই স্কুল, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, পাহাড়িকা উচ্চ বিদ্যালয়, কাপ্তাই উচ্চ বিদ্যালয়, চিৎমরম উচ্চ বিদ্যালয়, সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়, ডং নালা উচ্চ বিদ্যালয়, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়, ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কর্ণফুলী রেওন এন্ড কেমিক্যাল উচ্চ বিদ্যালয়, শিশু নিকেতন কাপ্তাই, তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, রাইখালী রিফুজি পাড়া সরকারি বিদ্যালয়, আল আমিন নুরিয়া মাদ্রাসা সহ কাপ্তাইয়ের মোট ১৮টি বিদ্যালয় শিক্ষকদের দাবি আদায়ের কর্মসূচিতে অংশগ্রহণ করা থেকে বিরক্ত ছিলেন বলে নিশ্চিত করেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ মাহমুদ হাসান এবং রাঙামাটি জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জয়সীম বড়ুয়া।