বড় বড় নেতাকে গ্রেফতার করেছি, রিজভীকে খোঁজা হচ্ছে: ডিবি প্রধান

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিদিন দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ঘোষণা করছেন দলের কর্মসূচি। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন।

প্রায় তাকে দেখা যায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দরের ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে। এদিকে এ প্রসঙ্গে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, রিজভী বিভিন্ন আন্দোলন ঘোষণা করেন। এরপর আন্দোলনের নামে নাশকতা করা হয়। ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোটকেন্দ্রে ভোটারদের যেতে নিরুৎসাহিত করছেন তিনি। রিজভীর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তাকে শিগগির আইনের আওতায় আনা হবে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেফতার করেছি। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

রিজভীকে উদ্দেশ্য করে ডিবি প্রধান বলেন, একজন অসুস্থ মানুষ একটু পরপর আন্দোলনের ঘোষণা করেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলন ঘোষণা করেন। যদি সে সত্যিই অসুস্থ থাকে তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email