ডামি নির্বাচন বর্জন ও সরকারের পদত্যাগের’র দাবীতে ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের’র নেতৃত্বে শনিবার জেলা বিএনপি, পৌরসভা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল, ছাত্রদল সমন্বয়ে শহরের শমসেরনগর সড়কের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, পৌর বিএনপি’র সদস্য সচিব মনোয়ার আহমদ রহমান, স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব আহমদ আহাদ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক এম এ নিশাত, কৃষক দলের সদস্য সচিব মোনায়েম কবির,জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, কৃষক দলের যুগ্ন আহবায়ক মশিউর রহমান বেলাল, কৃষক দলের যুগ্ন আহ্বায়ক রিপন মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহেদ, কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।