চট্টল সময় প্রতিবেদক :
রাউজানের পানিবন্দি মানুষের মাঝে ত্রান তৎপরতা চালাচ্ছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বৃষ্টি, পাহাড়ী ঢল ও জোয়ারের বর্ধিত পানিতে এই উপজেলায় প্রায় চার লাখ মানুষ গত চারদিন ধরে পানিবন্দি।
চলমান এই পরিস্থিতির মাঝে বহু পরিবার চুলায় রান্না করতে পাচ্ছে না। ত্রিমুখি পানির তীব্র স্রোত গড়িয়ে রাস্তাঘাট ধসে যাচ্ছে, গ্রামে গ্রামে কোমর পানির মধ্যে জীবন সংগ্রাম চলাচ্ছেন। ব্যবসা প্রতিষ্ঠানে পানি ডুকে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানে পানি থাকায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নিদেশে পৌর মেয়র রান্না করা ও শুকনা খাদ্য নিয়ে পানিবন্দি মানুষের কাছে যাচ্ছেন।
তিনি এসব পন্যের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে দুর্গতদের নগদ টাকা দিচ্ছেন। মেয়র জানিয়েছেন এই পর্যন্ত এক হাজার পরিবারকে সহায়তা দিয়েছেন। এই কর্মসূচি পরিস্থিতি উন্নতি না হাওয়া পর্যন্ত চলমান থাকবে।