অনলাইন ডেস্ক কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনে কোস্টগার্ড সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২১হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এসময় দুই ব্যক্তিকে আটক করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে টেকনাফ ঘাট হতে নীল রঙের ১টি হটপটসহ ২ ব্যক্তিকে তল্লাশির জন্য থামার সংকেত দেওয়া হলে তারা পালানোর চেষ্টা করে। তাদের তাড়া করে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
একইদিন রাতে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কেয়া বনের ভিতর থেকে তল্লাশী চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।