অমল পালিত: যশোর : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে চেকপোস্ট বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। শনিবার (২২ অক্টোবর) সকালে বেনাপোল সীমান্তের সাদিপুর ব্রিজের পাশ থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করে বিজিবি। বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার করে এনে সাদিপুর ব্রিজের উপর অবস্থান করছে। এমন সংবাদে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে ব্যাগের মধ্য থেকে ২টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি অবস্থায় উদ্ধার করা হয়। এব্যাপারে অস্ত্র আইনে অজ্ঞাত একটি মামলা হয়েছে।