আল মামুন মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর ডি,এন পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক শিক্ষার্থীকে অপহরণের ১০দিন পরে শনিবার রাতে উদ্ধার করেছে ঘিওর থানার পুলিশ। ঘটনার সাথে জড়িত ছন্দা আক্তার নামে (২২) নামে গৃহবধুকে আটক করে পুলিশ। মামলার বিবরণ ও ভূক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, উপজেলার ঘিওর বটতলা মোড়ের মোঃ নূর আালম জনির ছেলে মোঃ সাইফ আল সাইমন (১৯) দীর্ঘদিন যাবৎ ঐ শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসতো। গত ৯ ফেব্রয়ারি সন্ধ্যা সাতটার দিকে উপজেলার করটিয়া মোড় থেকে হাতমুখ বেঁধে সিএনজিতে নিয়ে যায়। এঘটনায় রাতেই ওই শিক্ষার্থীর পিতা ঘিওর থানায় ৭ জনকে আসামী করে একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে ঘিওর বেপারী পাড়া সাইফের নানা বাড়ি থেকে শনিবার রাতে উদ্ধার করে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান জানান, অপহরনের ঘটনায় ঘিওর থানায় ৭ জনকে আসামী করে মেয়ের বাবা একটি মামলা দায়ের করেন। মূল হোতাসহ বাকি অভিযুক্তদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।