রাউজান প্রতিনিধি: প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রামের রাউজানের অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের সাংস্কৃতিক কেন্দ্র কালচারাল পার্কের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
বন্ধুদের গাওয়া জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে ধাপে ধাপে চলে নৃত্য, কবিতা, আবৃত্তি ও গান এবং দলীয় কোরাস গান। নৃত্য পরিবেশন করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সুপ্রিয়া শীলের পরিচালনায় তাঁর দল। অন্য সদস্যরা কবিতা, আবৃত্তি ও গান করেন।
বন্ধুসভার উপদেষ্টা মুহাম্মদ মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে ও সভাপতি সালসাবিল করিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পিয়া বড়ুয়ার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন।
এতে সংবর্ধিত এবং প্রধান অতিথির বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা এবং চট্টগ্রাম সিমিতি ওমানের সহসভাপতি এস এম জসিম উদ্দিন সিআইপি।
শুভেচ্ছা বক্তব্য দেন রাউজান বন্ধুসভার সহসভাপতি মহাম্মদ জিয়াউর রহমান ও সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ।
অতিথির বক্তব্য দেন বন্ধুসভা চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক সাঈদ আল সোহেল, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক মাহির রেজওয়ান আহমেদ, বন্ধুসভা রাউজানের উপদেষ্টা নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, উপদেষ্টা এবং জেকে মেমোরিয়াল হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা দিপক সরকার, কালচারা পার্কের প্রতিষ্ঠাতা নান্টু বড়ুয়া, উপদেষ্টা রিডার্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের চৌধুরী, উপদেষ্টা গোলাম মামুন, লেখক সংগঠক নাজিম উদ্দিন চৌধুরী, গণ অধিকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু মনসুর, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জানে আলম, উরকিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাস কান্তি দাশ, বন্ধুসভার উপদেষ্টা ফার্স সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যববস্থাপক (অপারেশন) মুহাম্মদ বেলাল, উপদেষ্টা নোয়াজিশপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল শাহাদাত, গশ্চি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুর নবী, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের।
এছাড়া উপস্থিত ছিলেন, বন্ধুসভার সহসভাপতি প্রিয়া চৌধুরী, শেখ বিবি কাউছার, য়ুগ্ম সম্পাদক ইলিয়াস আল হাসান, আরফাত ইসলাম, , প্রশিক্ষণ সম্পাদক কাজী মুহাম্মদ সিহাব উদ্দিন, প্রচার সম্পাদক রায়হান ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জয় ভট্টচার্য্য, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক তাসলিমা আকতার,
স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক উর্মিতা খান আরজু, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার আলম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক এম. সাইমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকলিমা আকতার, ম্যাগাজিন সম্পাদক আকাশ ঘোষ, বইমেলা সম্পাদক রাসেল উদ্দিন মিরাজ, কার্যনির্বাহী সদস্য এ আর রাশেদ, সৈয়দ মুহাম্মদ আব্দুল্লাহ, বকুল বড়ুয়া, সজিব চক্রবর্ত্তী, কায়েস উদ্দীন, সৈকত চৌধুরী রনি, রুমা আকতার, আনিসুল মোস্তফা, মানবিক বাজারের উদ্যােক্তা এরশাদ সিদ্দিকী, মুহাম্মদ রাশেদ, উরকিরচর জনতা সংঘের সভাপতি জাহাঙ্গীর সুমন, মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম হাফিজুর রহমান, সাবেক সভাপতি এস এম সোলেমান বাদশা, ডাচ্ ব্যাংক কর্মকর্তা এস এম সালাহ উদ্দিন, শিক্ষিকা ফেরদৌস বেগম নিশু, এস এম সানা উল্লাহ, এস এম কায়সার হামিদ, কাজী ওয়াহিদুল আলম মিনহাজ, কাজী রাশেদুল হাসান লাভলু, কাজী আশরাফসহ অনেকেই।
শেষে বন্ধুদের শপথ গ্রহণের মাধ্যমে বন্ধুসভার নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন আহবাক মুহাম্মদ জানে আলম।