নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক,কবি,সাংবাদিক,
সমাজকর্মী, সংগঠক,মানবতাবাদী ও বঙ্গবন্ধুর আদর্শের ক্ষৃদ্রতম কর্মী মোঃ আসিফ ইকবালের জন্মদিনের আলোচনা সভা,শীতবস্ত্র বিতরণ,দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান গত ২২ ফেব্রুয়ারী রাতে নগরীর তনজিমুল মোসলেমিন এতিমখানায় অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি শিক্ষাবিদ বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী,ইসলামী চিন্তাবিদ,শিক্ষানুরাগী প্রবীণ সংগঠক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।উদ্ধোধক ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সোহেল তাজ, সাংবাদিক রতন বড়ুয়া,সঙ্গীতশিল্পী হানিফ চৌধুরী,কোতোয়ালী থানা ছাত্রলীগেরর যুগ্ন সম্পাদক রক্সি জাহান, মাওলানা আবদুর রহিম, ছাত্রনেতা শিহাব রহমান প্রমুখ।দোয়া ও মুনাজাত করেনা মাওলানা মোঃ ফোরকান। সভায় প্রধান অতিথি হাফেজ মোহাম্মদ আমানউল্লাহ তার বক্তব্যে বলেন কবি ও সাংবাদিক আসিফ ইকবাল সবসময় মানুষের কল্যাণে কাজ করতে পছন্দ করে।মানুষের জন্য কিছু করতে পারার মাঝেই তিনি আনন্দ অনুভব করে।সুশিক্ষার পাশাপাশি আসিফ ইকবাল নিজেকে মানবিক ও দেশপ্রেমিক মানুষ হওয়ার প্রত্যয়ে সমাজকল্যাণে অনন্য ভুমিকা