চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (১৭ নভেম্বর) রাতে নগরীর এশিয়ান এস আর হোটেলে। এসোসিয়েশনের সভাপতি সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু মোশারফ রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় সাধারণ সম্পাদক কাউসার আহমেদ সম্প্রতি সংগঠনের আয়োজনে সম্পন্ন হাওয়া ২য় পুলিশ কমিশনার কাপ কারাতে প্রতিযোগিতার রিপোর্ট ও মুল্যায়ন সহ বিভিন্ন কার্যক্রমের ব্যাপারে কমিটির সদস্যদের অবগত করেন।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী বৎসরের কার্যক্রমের কালেন্ডার চুড়ান্ত করা হয়। চলতি বছরের ডিসেম্বরে বিজয় দিবস ও আগামী মার্চে স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রসাশন আয়োজিত অনুষ্ঠানমালায় কারাতে প্রদর্শন, প্যাসিফিক সোতোকান কারাতে একাডেমির অনুমোদন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় নগরীকে ৬টি জোনে ভাগ করে কারাতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা,
ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হওয়া চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন এর চ্যাম্পিয়নশিপসমুহ, উমুক্ত কর্পোরেট কারাতে টুর্নামেন্ট ও নারী দিবস উপলক্ষে শুধুমাত্র নারীদের অংশগ্রহণে নারী কারাতে প্রদর্শনী ও টুর্নামেন্ট, বার্ষিক আউটডোর ট্রেনিং ক্যাম্প কাম পিকনিক আয়োজন সহ
এসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় বিভিন্ন উপ- কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় এসোসিয়েশনের সহ সভাপতি সাকিফ আহামেদ সালাম বিজিএমইএর পরিচালক নির্বাচিত হওয়ায় এবং সাধারণ সম্পাদক কাউসার আহমেদ সম্প্রতি চীন ও শ্রীলঙ্কায় কারাতে প্রতিযোগীতায় সফল দায়িত্ব পালন করায় অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

সোমবার অনুষ্টিত কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-
সভাপতি মোহাম্মদ শাহাজাহান, মো. আবু সুফিয়ান, আবু মোহাম্মদ মহসীন চৌধুরী,
অতিরিক্ত সাধারণ সম্পাদক এস এম আবু ছালে, যুগ্ম সম্পাদক (স্পোর্টস) লতা পারভীন, সাংগঠনিক সম্পাদক আবু মোশারফ রাসেল, মিডিয়া সম্পাদক মোহাম্মদ ফারুক, আইটি সম্পাদক সরোজ দাশ, কার্যকরী সদস্য মোহাম্মদ এরশাদ হোসাইন আরমান, সাইফুল ইসলাম শাহাদাত ও জাফরুল ইসলাম, রোটারিয়ান মোহাম্মদ শফিউল্লাহ, ফয়সাল আলম মামুন ও রাফাত শাহরিয়ার উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় শেষ পর্বে বিশেষ আমন্ত্রনে নগরীতে কর্মরত ক্রীড়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email