
চট্টগ্রামের হাটহাজারীতে আগামী ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ ও ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ এর প্রস্তুতিমূলক সভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলায় হট্টগোলের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত প্রস্তুতিমূলক সভায় মঞ্চে বসে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম তাঁর নির্ধারিত বক্তব্য প্রদানের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলায় এ হট্টগোলের ঘটনা ঘটে বলে জানা গেছে।
ওই সময় সবার স্থলে উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ন সম্পাদক ও হাটহাজারী ব্রিকফিল্ড সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন শিমুল তাৎক্ষণিক এ ঘটনার প্রতিবাদ করেন। এর পর উপজেলার ছিপাতলী ইউনিয়নের ইউপি সদস্য জিয়া হায়দারও ওই উপজেলা মুক্তিযোদ্ধার প্রদান করা বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
এ ঘটনা সত্যতা জানতে চাইলে ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন উক্ত প্রস্তুতি সভায় কোনো হট্টগোলের ঘটনা ঘটেনি বলে জানান।
এদিকে, বক্তব্য প্রদান নিয়ে বিজয় দিবসের প্রস্তুতি সভায় হট্টগোলের পরও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম তাঁর প্রদান করা বক্তব্যের ব্যাপারে তিনি অনর ছিলেন বলে জানা গেছে।
এই প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ছিল আমাদের প্রেরণা। আমরা এটা দিয়ে দেশ স্বাধীন করেছি। এটা সংবিধান ভুক্ত; এটা বলতে কোন নিষেধাজ্ঞা নাই।







