চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো গাড়ি, নিহত ১

চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো গাড়ি, নিহত ১

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়েছে একটি ব্যক্তিগত গাড়ি। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে এক্সপ্রেসওয়ে অতিক্রম করছিল। নিমতলা মোড়ে পৌঁছার পর এক্সপ্রেসওয়ের সীমানা দেওয়ালের অংশ ভেঙে সেটি নিচে পড়ে যায়।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন,পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক (৫৫) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে।

পরিদর্শক সিরাজুল আরও জানান, প্রাইভেটকারটিতে তিনজন পুরুষ ও একজন নারীসহ চারজন যাত্রী ছিলেন। সবাই আহত হয়েছেন এবং তাদের আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল এবং রেলিংয়ের ওপর দিয়ে সড়কে পড়ে যায়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email