এনসিপির মনোনয়ন নিলেন সেই রিকশাচালক

এনসিপির মনোনয়ন নিলেন সেই রিকশাচালক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ছাত্র-জনতার অভ্যুত্থানে স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা-৮ আসন থেকে এনসিপি মনোনয়নপত্র নিলেন তিনি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর আন্দোলনের সময় আমি স্যালুট দিয়েছিলাম। সে কারণে আমি নিজে বাছাই করে নিয়েছি ঢাকা-৮ আসন।

তিনি বলেন, বিগত ৫২ বছর শ্রমজীবীরা সরকার থেকে কিছু পায়নি। তারা সব থেকে বঞ্চিত হয়েছে। বিগত ১৭ বছর যে ফ্যাসিবাদ হয়েছে, তাদের বিরুদ্ধে যে কথা বললেই গুম-খুন করা হয়েছে। এখন আমি সংসদ নির্বাচনে দাঁড়াচ্ছি, বিভিন্নজন বিভিন্ন কথা বলছে। আমরা কারও কথা পরোয়া করি না।

তিনি আরও বলেন, আমার সঙ্গে কোনো কর্মী নেই। আমার সঙ্গে সাধারণ মানুষ আছে, ছাত্ররা আছে, প্রবাসীরা আছে। আমি দাঁড়াতে চাইনি সংসদে। কিন্তু আমার খারাপ লেগেছে, একজন যদি এতিমের টাকা মেরে সংসদে দাঁড়াতে পারে, রিকশাওয়ালা কী দোষ করেছে? আমি জনগণের পক্ষে। রিকশাওয়ালা, শ্রমিকদের পক্ষে।

এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা উপস্থিত ছিলেন।

জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদেরকে স্যালুট জানিয়ে আলোচনায় আসেন এই রিকশা শ্রমিক। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে সাধারণ মানুষের কাছে সুজন হয়ে উঠেছিলেন আন্দোলনের প্রতীক। সেই জনপ্রিয়তার ও ভালোবাসায় নির্বাচনে জয়ী হবেন আশাবাদী সুজন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email