ভাঙা হচ্ছে ভূমিকম্পে হেলে পড়া চারতলা ভবনটি

ভাঙা হচ্ছে ভূমিকম্পে হেলে পড়া চারতলা ভবনটি

ভূমিকম্পে হেলে পড়া ঢাকার ধামরাইয়ের চারতলা ভবনটি ভাঙা হচ্ছে। উপজেলা প্রশাসনের নির্দেশনায় ভাঙার কাজ শুরু করেছেন ভবনটির মাঠিক।

শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে ভবনটি ভাঙা শুরু হয়। এর আগে শুক্রবার ভূমিকম্পের ফলে ভবনটি পাশের ছয়তলা ভবনের ওপর হেলে পড়ে চারতলা ভবনটি।

বিষয়টি নিয়ে গতকাল খবর প্রকাশ করে একুশে টেলিভিশন। এরপর প্রশাসনের নির্দেশে ভবন মালিক ভাঙার কাজ শুরু করেন।

আজ দুপুরে ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকায় গড়ে ওঠা ধানসিঁড়ি হাউজিং প্রকল্পের ভেতরের মো. জিয়াউদ্দিনের বাড়ির চারতলার ঝুঁকিপূর্ণ ভবনটি ভাঙার কাজ করতে দেখা যায় শ্রমিকদের।

স্থানীয়রা জানান, ধানসিঁড়ি হাউজিং প্রকল্পের ভেতরে পাশাপাশি দুটি ভবন নির্মাণ করা হয়েছে। দুই ভবনের মধ্যে ১০ ফুট জায়গায় করিডরের মতো আরেকটি চারতলা ভবন নির্মাণ করা হয়েছে। এটির ভেতর দিয়েই পেছনের দিকে অপর মূল ভবনে ঢুকতে হয়। এই করিডরের মতো অংশটিই পাশের ছয় তলা ভবনের ওপর হেলে পড়ে।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহমেদ অনীক বলেন, ‘গতকাল ভূমিকম্প অনুভূত হওয়ার পর আমরা ওখানে লোক পাঠাই। পরিদর্শনের পর ভবনটি ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়। এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবনের দিকে অবশ্যই আমরা দায়িত্বশীল থাকবো।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email