২০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি পেলেন গানম্যান

২০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি পেলেন গানম্যান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর উদ্ভুত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশের ২০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গানম্যান প্রদান করেছে সরকার। এই তালিকায় শীর্ষস্থানীয় দুই দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ছাড়াও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতৃবৃন্দ রয়েছেন।

সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশে সামগ্রিক নিরাপত্তা ইস্যুতে বড় কোনো শঙ্কা নেই। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে এবং গোয়েন্দা সংস্থাগুলোর (ডিজিএফআই, এনএসআই ও এসবি) মূল্যায়নের ভিত্তিতে ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদক এবং এনসিপি’র ৬ জন নেতা রয়েছেন।”

তিনি আরও জানান, অনেককে গানম্যান দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তারা তা নিতে রাজি হননি।

পুলিশ ও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গানম্যান পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাহিদ ইসলাম ও তাসনিম জারা।

এছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকেও নিরাপত্তা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি এবং আনোয়ার হোসেন মঞ্জুসহ আরও বেশ কয়েকজন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য প্রার্থীদের পক্ষ থেকে গানম্যান ও অস্ত্রের লাইসেন্সের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে উপদেষ্টা জানান, সরকার এই বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যৌথ বাহিনীর অভিযানে ইতোমধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে মূল হোতা ফয়সাল করিমের নিকটাত্মীয় ও সহযোগীরা রয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও বিপুল পরিমাণ গোলাবারুদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email