
আগামী ২৫ তারিখ অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা জনদুর্ভোগ সৃষ্টি করে। এ কারণে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত না থাকার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশেও তার নির্দেশনা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে যেতে চান এবং পরে তার পিতা ও ভাইয়ের কবর জিয়ারত করবেন। তিনি এমন একটি তারিখেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, যা টানা তিন দিনের সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
জনভোগান্তি এড়াতে রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান বা মানিকমিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, রাজধানীর এক প্রান্তে ৩৬ জুলাই মহাসড়কের প্রশস্ত সার্ভিস লেনের এক পাশে সংবর্ধনার স্থান নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, ওই অনুষ্ঠানে তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চাইবেন এবং দেশের কল্যাণ কামনা করবেন। এ আয়োজনে তারেক রহমান ছাড়া আর কোনো বক্তা থাকবেন না।







