
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে) ও সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।
খোদা বকশ চৌধুরী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী কাজ তদারকির দায়িত্বে ছিলেন। তবে তার পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের ধারণা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংগঠনটির পক্ষ থেকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল।
গত শনিবার ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীকে ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারে অগ্রগতির প্রমাণ দিতে বলা হয়, অন্যথায় তাদের পদত্যাগের দাবি জানানো হয়। ধারণা করা হচ্ছে, সেই আন্দোলনের ধারাবাহিকতায় এবং উদ্ভূত পরিস্থিতির মুখেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ নভেম্বর খোদা বকশ চৌধুরীকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পুলিশের সাবেক এই মহাপরিদর্শক তার দায়িত্ব পালনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশাসনিক সংস্কার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করেন। তার এই আকস্মিক বিদায় সরকারের গুরুত্বপূর্ণ এই বিভাগে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।







