তারেক রহমানের আগমনে দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে-প্রেস সচিব

তারেক রহমানের আগমনে দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে-প্রেস সচিব

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। তাঁর এই প্রত্যাবর্তনের ফলে দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা রয়েছে। তারেক রহমান দেশের সবচেয়ে বড় দলের নেতা, তাঁর আগমনে সেই শূন্যতা পূরণ হবে। দেশ বর্তমানে একটি গণতান্ত্রিক উত্তরণের (ডেমোক্রেটিক ট্রানজিশন) মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর দেশে আসার ফলে এই রূপান্তর প্রক্রিয়া আরও মসৃণ ও সহজ হবে বলে আমরা আশা করছি।

তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রেস সচিব আরও বলেন, আমরা তাঁকে স্বাগত জানাই। তিনি দেশে ফেরায় রাজনীতিতে একটি ইতিবাচক প্রভাব পড়বে। সামনে বড় নির্বাচন রয়েছে, সেই প্রেক্ষাপটে তাঁর উপস্থিতি অত্যন্ত গুরুত্ববহ।

তারেক রহমানের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, তাঁর নিরাপত্তার মূল বিষয়টি বিএনপি নিজেই দেখাশোনা করছে। তবে সরকারের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা চাওয়া হচ্ছে, তার সবটুকুই প্রদান করা হচ্ছে। সরকার তাঁর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিক।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীজুড়ে উৎসবের আমেজ ও ব্যাপক জনসমাগম দেখা গেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email