সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ সরওয়ার আলমগীর সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বেলা ১টার দিকে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি বিএনপির সাবেক আহবায়ক আলহাজ ছালাউদ্দিন, বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, ফজল বারেকসহ বিএনপি নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় সরওয়ার আলমগীর বলেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামির রাষ্ট্রনায়ক তারেক রহমান আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তার মর্যাদা আমি রাখব। ফটিকছড়ি আসনটি উনাদের উপহার দেব ইনশাআল্লাহ। আমি সকলের সহযোগিতা, দোয়া ও আশির্বাদ প্রার্থী।







