চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৮৪ নং চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি, জামায়াত ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থীরা।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাজমুল হাসানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র এই মনোনয়ন পত্র দাখিল করেন তাঁরা।

সকাল ১২টায় বিশাল বহর নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী ও জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। এ সময় হুমাম কাদের চৌধুরীর সঙ্গে উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, শওকত আলী নূর, অধ্যাপক মো মহসিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত ও হুমাম কাদের চৌধুরীর বড় ভাই ফয়জুল কাদের চৌধুরীসহ জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে দুপুর ২টায় উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন ১২ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর ডা. এজিএম রেজাউল করিম এ সময় তাঁর সঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জান, এনপিপির রাঙ্গুনিয়া উপজেলার আহবায়ক রাশেদুল ইসলাম চৌধুরী, উপজেলা জামাতের ইসলামীর আমির হাসান মুরাদ, নায়েবে আমির মাও. শওকত হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে বিকাল ৩টায় জমা দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী প্রমোদ বরণ বড়ুয়া।

মনোনয়নপত্র জমা শেষে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে হুমাম কাদের চৌধুরী বলেন, আজকে আমি আপনার সামনে বিএনপির প্রার্থী হিসেবে এবং আপনাদের সন্তান হিসেবে দাঁড়িয়েছি। তবে, সবচে বড় জিনিষ আমি এখানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জায়গায় দাঁড়িয়েছি। আমি ৬ ফুট ২ ইঞ্জি লম্বা নাহ্, এই ধাক্কাধাক্কি আমার সহ্য হয় না। কিন্তু আপনারা যদি পাশে থাকেন, যত বড়ই ধাক্কা আসুক না কেন, রাঙ্গুনিয়ার জন্যে মাথা তুলে করে দাঁড়াবো। আল্লাহর হুকুমে আমার মায়ের দোয়া এবং রাঙ্গুনিয়াবাসীর দোয়ার  কারণে এতদূর এসেছি আমি। আপনারা যদি পাশে থাকেন ইনশাআল্লাহ সংসদ পর্যন্ত পৌঁছে যাবো।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, দীর্ঘ ১৭ বছর রাঙ্গুনিয়ার মধ্যে অনেক গ্রুপিং হয়েছে, এখন আর গ্রুপিংয়ের সময় নাই। আজকে মনোনয়ন জমা দিয়েছি, তবে এখন বাড়ীতে বসে আড্ডা দেয়ার সময় নাহ্। এখন কাজ করার সময়। নির্বাচনে কি হবে না হবে এটা রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেনা। আমাদের কাজ করে যেতে হবে।

এসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়ে হুমাম কাদের চৌধুরী বলেন, আমাদের এখন শক্তি হলো ঐক্য, আমরা যদি একে অপরের পাশে একসাথে দাঁড়াই, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কেউ হারাতে পারবেনা।

১২ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম বলেন, একটা সন্ত্রাসমুক্ত ফ্যাসিবাদমুক্ত, দূর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ১২ টা দল একসাথে হয়েছি। চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়ায় ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে আমি নমিনেশন দাখিল করেছি।

তিনি আরও বলেন, আমরা ইউএনও মহোদয়কে বলেছি, নির্বাচনের জন্য সুস্থ একটা পরিবেশ তৈরি করার জন্য। অবহিত করেছি যে, রাঙ্গুনিয়াতে অনেক অবৈধ অস্ত্র, অস্ত্রধারী ও অনেক সন্ত্রাসী আছে। রাঙ্গুনিয়াতে একটা লেবেল প্লেয়িং ফিল্ড করতে হবে। আমরা চাই, সন্ত্রাসমুক্ত, হানাহানি মুক্ত, একটা উৎসবমুখর পরিবেশে মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। মানুষ যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।

গণভোটের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আরেকটি ভোট দিতে হবে, এটা জুলাই বিপ্লবের ভোট। এটাতে কিন্তু ‘হা’ পক্ষে ভোট দিতে হবে আমাদের সবাইকে। ‘হা’ মানে সত্য, ‘না’ মিথ্যা। মিথ্যার পক্ষে আমরা ভোট দেব না। এখন থেকে আমাদেরকে দুইটার পক্ষে প্রচারণা করতে হবে।’

উপজেলা নির্বাচন কমিশন ও নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান জানান, এই আসনে সোমবার বিকাল পর্যন্ত ৩ প্রার্থীই আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email