জানাজায় যোগ দিতে মানুষের ঢল, আশপাশ লোকে লোকারণ্য

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জানাজায় যোগ দিতে মানুষের ঢল, আশপাশ লোকে লোকারণ্য

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ আসছেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে।

কালো পোশাক ও ব্যাজ পরে, দলীয় পতাকা হাতে খালেদা জিয়ার জানাজাস্থলে জড়ো হচ্ছেন মানুষ।

বুধবার বেলা সাড়ে ১০টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা ঘুরে দেখা গেছে, বিপুল সংখ্যক মানুষ পায়ে হেঁটে এখানে আসছেন। তাদের মধ্যে কেউ মহাখালী, কেউ খুলনা থেকে এসেছেন।

বেলা ২টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে। যে যেখানে পারেন, সেখানেই দাঁড়িয়ে জানাজায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email