মারা গেছেন ইউএনও ফেরদৌস আরা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মারা গেছেন ইউএনও ফেরদৌস আরা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ফেরদৌস আরার প্রচণ্ড মাথাব্যথা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত না হলেও চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তার কর্মজীবন শুরু হয় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে। চলতি বছরের ৯ জানুয়ারি তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ব্যক্তিগত জীবনে ফেরদৌস আরার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও তার জন্ম ঢাকা জেলায়। তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি এক কন্যা সন্তানের জননী এবং তার স্বামী পেশায় একজন শিক্ষক।তার অকাল মৃত্যুতে প্রশাসনসহ সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email