চট্টগ্রাম-১৪: বিএনপির জসিম উদ্দিনের প্রার্থিতা নিয়ে আইনি বাধা নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-১৪: বিএনপির জসিম উদ্দিনের প্রার্থিতা নিয়ে আইনি বাধা নেই

চট্টগ্রাম-১৪ আসনে বহুল আলোচিত বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের প্রার্থিতা নিয়ে আর কোনও আইনি বাধা নেই।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিল শুনানি শেষে বিএনপির প্রার্থীর আইনজীবী ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন এলডিপির প্রার্থী ওমর ফারুক। শুনানিতে তিনি এবং এলডিপির সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদ উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, তারা বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপি ও মামলা আছে বলে অভিযোগ তুললেও, আইনজীবীরা বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টসহ যথাযথ সব তথ্য প্রমাণ উপস্থাপন করে জানান বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদ ঋণখেলাপি নন। পরে কমিশন তার প্রার্থীতা বৈধ ঘোষনা করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email