টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা পাঁচ জয় তুলে আগেই মূলপর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার সুপার সিক্সের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারের পর বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের। সুপার সিক্সের দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট পেল টাইগ্রেসরা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আজ আগে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে ১২৯ রান করে। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করলে খেলা বন্ধ হয়ে যায়। এরপর মাঠে বৃষ্টি আর গড়ায় না, ফলে ডি এল মেথডে নেদারল্যান্ডস ২১ রানে জয়ী ঘোষণা করা হয়।

এই জয়ের ফলে নেদারল্যান্ডসও মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের সমান ৬ পয়েন্ট থাকার কারণে বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে।

বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। অপরদিকে এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা প্রায় শেষ বলে মনে করা হচ্ছে।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email