ডাকসুর ফল সাদিক, ফরহাদ, মহিউদ্দিন বিপুল ভোটে জয়ী

ডাকসুর ফল সাদিক, ফরহাদ, মহিউদ্দিন বিপুল ভোটে জয়ী
একুশে হলের ফলাফল

ঘোষিত ফলাফল অনুযায়ী, কার্জন হল কেন্দ্রে একুশে হলের নির্বাচনে ডাকসুর ভিপি পদে ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম।

একই প্যানেল থেকে জিএস পদে এস এম ফরহাদ ৪৬৬ ভোট এবং এজিএস পদে মহিউদ্দিন খান ৫২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

ভিপি পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: কাদের ৩৬, উমামা ফাতেমা ৯০, জালাল শূন্য, জামিল খালিদ ১৭, ইয়ামিন মোল্লা ১, আবিদুল ইসলাম খান ১৪১, ইমি শূন্য।

জিএস পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: মেঘ মল্লার বসু ৮৬, আবু বাকের মজুমদার ১৮৭, মাহিন সরকার ৩, হামিম ১৮০।

এজিএস পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো: মায়েদ ১৪১, তাহমিদ ১০১, এ্যানি ৮, জুবেল ২৪, হাসিব ১২, অদিতি ১০।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। এরপর গণনা শেষে রাত দেড়টার দিকে কার্জন হল কেন্দ্রে একুশে হলের ফলাফল ঘোষণা শুরু হয়। অন্যান্য কেন্দ্রেও ফল ঘোষণা চলছে।

সুফিয়া কামাল হলের ফলাফল

ভূতত্ত্ব কেন্দ্রের সুফিয়া কামাল হলের কেন্দ্রীয় সংসদের ফলাফলেও ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন বিপুল ভোটে জয়ী হয়েছেন।

ভূতত্ত্ব কেন্দ্রের সুফিয়া কামাল হলে ভিপি পদে প্রাপ্ত ভোট সংখ্যা হলো: সাদিক কায়েম ১২৭০, আবিদুল ইসলাম খান ৪২৩, উমামা ফাতেমা ৫৪৭, শামীম ৪৮৫।

জিএস পদে প্রাপ্ত ভোট সংখ্যা: ফরহাদ ৯৬৪, মেঘমল্লার ৫০৭, হা-মিম ৪০২, আরাফাত ৪৯৮, আবু বাকের ২১৬।

এজিএস পদে প্রাপ্ত ভোট সংখ্যা: মহিউদ্দিন ১১৩৫, তাহমিদ ৩৫৩, জাবির ১৩০।

ফজলুল হক মুসলিম হলের ফলাফল

ভিপি পদে সাদিক কায়েম ৮৪১, আবিদ ১৮১, উমামা ১৫৩, কাদের ৪৭, শামীম ১৪১ ভোট পেয়েছেন। বিপুল ভোটে জয়ী হয়েছেন সাদিক কায়েম।

জিএস পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ফরহাদ, তার প্রাপ্ত ভোট ৫৮৯। অন্যদের মধ্যে হামিম ২২৮, মেঘমল্লার ৯৯, আবু বাকের ৩৪১ ভোট পেয়েছেন।

এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ ১৮৮, মহিউদ্দিন খান ৭০৫ ও আশরেফা খাতুন ৩৫ ভোট পেয়েছেন। ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছেন মহিউদ্দিন।

শহীদুল্লাহ হলের ফলাফল

ভিপি পদে সাদিক কায়েম ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদের মধ্যে আবিদ পেয়েছেন ১৯৯টি ভোট, উমামা ফাতেমা ১৪০ ও বিএন ইয়ামিন মোল্লা ০৬ ভোট পেয়েছেন।

জিএস পদে ফরহাদ ৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর বাকের ২৪১, হামিম ২৪৯ ভোট পেয়েছেন।

এজিএস পদে মহিউদ্দিন বিপুল ভোটে জিতেছেন। তিনি পেয়েছেন ৮৪৪ ভোট। ১৮৪ ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মায়েদ।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ফলাফল

ভিপি পদে সাদিক কায়েম ৮৪১ ভোটে বিজয়ী হয়েছেন। অন্যদের মধ্যে আবিদ ১৮১, উমামা ১৫৩, শামীম ১৪১, কাদের ৪৭ ভোট পেয়েছেন।

জিএস পদে ফরহাদ ৫৮৯ ভোটে জয়ী হয়েছেন। অন্যদের মধ্যে বাকের ৩৪১ ও হামিম ২২৮টি ভোট পেয়েছেন।

এজিএস পদে মহিউদ্দিন বিপুল ভোটে জয়ী হয়েছেন, তিনি পেয়েছেন ৭০৫ ভোট। মায়েদ ১৮৮ ও আশরেফা ৩৫ ভোট পেয়েছেন।

শামসুন্নাহার হলের ফলাফল

ভিপি পদে আবিদ ৪৩৪ ও সাদিক কায়েম ১১৪৪ ভোট পেয়েছেন। জিএস পদে মেঘমল্লার ৫১৭, হামিম ৩১২ ও ফরহাদ ৮১৪ ভোট পেয়েছেন। এজিএস পদে মায়েদ ৩৩৬ ও মহিউদ্দিন ৯০৫ ভোট পেয়েছেন। সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছেন।

জগন্নাথ হলের ফলাফল

এই হলে ভিপি পদে সাদিক কায়েম মাত্র ১০ ভোট পেয়েছেন। ছাত্রদলের আবিদ বিপুল ভোটে জয়ী হয়েছেন জগন্নাথ হলে; তিনি পেয়েছেন ১২৭৬ ভোট। অন্যদের মধ্যে উমামা ২৭৮, শামীম ১৭১, ইমি ১১, কাদের ২১ ও মোল্লা ৫ ভোট পেয়েছেন।

জগন্নাথ হলে জিএস পদে ১১৭০ ভোট নিয়ে জয়ী হয়েছেন মেঘমল্লার বসু। ফরহাদ পেয়েছেন মাত্র ৫ ভোট। অন্যদের মধ্যে হামিম ৩৯৮, আরাফাত ১৬৯, বাকের ২৭ ভোট পেয়েছেন।

এজিএস পদে ১১০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন মায়েদ। মহিউদ্দিন পেয়েছেন মাত্র ৭ ভোট। অন্যদের মধ্যে জুবেল ২৪২, রনি ৪০, অদিতি ২৩, আশরেফা ১৪, ইমু ৫৮, আরমান ২০, মুদ্দাসসির ৬৪ ভোট পেয়েছেন।

কেন্দ্র এবং ভোটগ্রহণ কক্ষসমূহ

এবার ডাকসু ও হল সংসদ নির্বাচনে আটটি কেন্দ্রে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হয়েছে। এসব কেন্দ্রে একাধিক ভোটগ্রহণ কক্ষ রাখা হয়।

কার্জন হল কেন্দ্রে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের ভোটগ্রহণ কক্ষ রাখা হয় কার্জন হল পরীক্ষা কেন্দ্র, অমর একুশে হলের ভোট নেওয়া হয় দ্বিতীয় তলার গ্যালারিতে, ফজলুল হক মুসলিম হলের ভোট গ্রহণ করা কার্জন হল পরীক্ষা কেন্দ্রে।

শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হলের ভোট নেওয়া হয় ইনডোর গেমস রুমে, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভোট গ্রহণ করা ইনস্ট্রুমেন্ট রুমে, সলিমুল্লাহ মুসলিম হলের ভোট নেওয়া হয় ইনডোর গেমস রুমে।

ছাত্র-শিক্ষক কেন্দ্রে রোকেয়া হলের ভোট নেওয়া ক্যাফেটেরিয়া ও গেমস রুমে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভোট নেওয়া হয় মেঘনা গেমস রুম ও পদ্মা গেমস রুমে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ভোট গ্রহণ করা হয় শিক্ষক লাউঞ্জ ও সুরমা গেমস রুমে।

সিনেট ভবন কেন্দ্রে স্যার এ এফ রহমান হলের ভোট নেওয়া হয় সেমিনার রুমে, হাজী মুহম্মদ মুহসীন হলের ভোট গ্রহণ করা হয় অ্যালামনাই ফ্লোরে, বিজয় একাত্তর হলের ভোট নেওয়া হয় ডাইনিং রুমে।

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সূর্যসেন হলের ভোট গ্রহণ করা হয় পশ্চিম পাশের দ্বিতীয় তলার ২০৩, ২০৪ ও ২০৫ নম্বর কক্ষে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভোট নেওয়া হয় নিচতলার সেমিনার কক্ষে, শেখ মুজিবুর রহমান হলের ভোট হয় মাঝখানের সিঁড়ির দ্বিতীয় তলায়, কবি জসীম উদদীন হলের ভোট নেওয়া হয় মাঝখানের সিঁড়ির দ্বিতীয় তলায়।

ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রের নিচতলায় ভোট গ্রহণ করা হয় কবি সুফিয়া কামাল হলের ভোটারদের।

ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের নিচতলায় ভোট নেওয়া হয় শামসুন নাহার হলের ভোটারদের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email