
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও মহানগর আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদুল আলম বলেছেন, দেশের প্রায় ৮০ শতাংশ সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে। রিকশাচালক, ভ্যানচালক, কৃষকসহ পরিশ্রমী জনগণই বিএনপির শক্তি। তাই বিএনপি সাধারণ মানুষের দল।
তিনি বলেন, দলের নেতাকর্মীদের অবশ্যই নিঃস্বার্থ হতে হবে। গত ১৭ বছর ধরে নানা দমন-পীড়ন ও নির্যাতন চালিয়েও বিএনপিকে নিঃশেষ করা যায়নি। কারণ, সাধারণ মানুষের হৃদয়ে বিএনপি জায়গা করে নিয়েছে।
এসময় তিনি আরও অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় দেশ ও জনগণের সাথে ষড়যন্ত্র করে লুটপাট চালিয়েছে। এখন আবার ইসলামের নাম ব্যবহার করে বিএনপি ও দলের নেতাকর্মীদের ক্ষতি করার চেষ্টা করছে। অথচ দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে না।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার চাতরীস্থ নিজ বাড়িতে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মাহফুজুর রহমান পারভেজ, জাফর, চাতরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাসেম মেম্বার, আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হাসান, শাহাদত হোসেন, নজরুল ইসলাম লিটন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা নুরুল আজিম, যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা সরওয়ার, নাছির, সিরাজ, এরশাদ, ইমরান, জালাল, ফারুক, মোজ্জামেল, শরীফ, আজম খান, ফয়েজ, মনির, আবির, শুভ, রাজু, তারেক, সোহেল, মামুন, দিদার, জুয়েল প্রমুখ।