বাংলাদেশে শান্তিপূর্ণ সহাবস্থানের নজির গোটা দুনিয়ায় বিরল-জামায়াত আমীর

বাংলাদেশে শান্তিপূর্ণ সহাবস্থানের নজির গোটা দুনিয়ায় বিরল-জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ দীর্ঘকাল ধরে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠান পালন করছে। এমন শান্তিপূর্ণ সহাবস্থানের নজির গোটা বিশ্বের ইতিহাসে বিরল।

শুক্রবার দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে এবং প্রশাসনের প্রতি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে জামায়াত আমীর বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর দেশ ও আন্তর্জাতিক সংস্থা মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য পরিবেশের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে। তারা বাংলাদেশকে ‘মডারেট মুসলিম কান্ট্রি’ এবং সাম্প্রদায়িক-সম্প্রীতির ‘রোল মডেল’ হিসেবে অভিহিত করেছে।

জামায়াত আমীর উদাহরণ দিয়ে বলেন, কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এইচ.ই. গ্রে উইল কুক মন্তব্য করেছিলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পূজা ও ঈদ একই সময়ে পালনে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে সহযোগিতা করছে, তা দেখে আমরা মুগ্ধ।’ ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান উইলিয়াম হানা বলেন, ‘বাংলাদেশের মতো সাম্প্রদায়িক-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। এই দেশে সব ধর্মের মানুষ শান্তি ও সম্প্রীতি বজায় রেখে পাশাপাশি বসবাস করছে এবং নিজ ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।’

ডা. শফিকুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করুক। তিনি হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অংশ, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে।

জামায়াত আমীর আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জামায়াতে ইসলামীর সকল স্তরের জনশক্তি ও শান্তিপ্রিয় দেশবাসীর কাছে তিনি সহযোগিতার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email