মেরুদণ্ডহীন মানবাধিকার কমিশন দেখতে চাই না : দেবপ্রিয় ভট্টাচার্য

মেরুদণ্ডহীন মানবাধিকার কমিশন দেখতে চাই না : দেবপ্রিয় ভট্টাচার্য

মেরুদণ্ডহীন মানবাধিকার কমিশন দেখতে চাই না বলে মন্তব্য করেছেন নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসির ডায়ালগের (সিপিডি) সম্মানীত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, যে প্রতিষ্ঠান মানুষের মানবাধিকার সংরক্ষণ করতে পারে না, এমন একটি নখন্তহীন জাতীয় মানবাধিকার কমিশন দেখতে চাই না।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে আমাদের নখদন্তহীন মানবাধিকার কমিশন উপহার দেওয়া হয়েছিল। আমরা ওই রকম নখদন্তহীন ও মেরুদণ্ডহীন মানবাধিকার কমিশন চাই না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেলে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ সংক্রান্ত বিভিন্ন অংশীজনের সঙ্গে নাগরিক সংলাপে এসব কথা বলেন তিনি। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ এ সংলাপের আয়োজন করে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ভবিষ্যতে কোনো মেরুদণ্ডহীন ভালো মানুষকে এই কমিশনে বসিয়ে দেবেন না। যারা সৎ ও সাহস করে সরকারের সঙ্গে লড়াই করতে পারে তাদের এই প্রতিষ্ঠানে দায়িত্ব দিন।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদেরকে জাতীয় মানবাধিকার কমিশনের আইনের আওতায় আনতে হবে। কমিশনকে আয়নাঘর পরিদর্শনের এখতিয়ার দিতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে জাতীয় মানবাধিকার আইন সংশোধন করতে হবে। কমিশনের তদন্ত করা ও বাস্তবায়নের পূর্ণ ক্ষমতা দিতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে।

কমিশনের প্রধান হিসেবে সরকারের সাবেক আমলা এবং রাজনীতির সঙ্গে সক্রিয়দেরকে না রাখার দাবি জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email