বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরই মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বুধবার দুপুর বারোটা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য প্রার্থীতা বাতিলের শেষ সময়।

বোর্ডে সকাল সকাল উপস্থিত ছিলেন তামিম ইকবাল। মূলত প্রার্থিতা প্রত্যাহার করতেই তিনি ক্রিকেট বোর্ডে যান। তার সঙ্গে ছিলেন আরেক প্রার্থী ইসরাফিল খসরু।

এদিকে, দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়। দুপুর ২টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গুঞ্জন আছে, তামিমের মতো আরও অন্তত আটজন প্রার্থী সরে যেতে পারেন নির্বাচনে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email