ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত প্রবাসী বাংলাদেশি নিহত

ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত প্রবাসী বাংলাদেশি নিহত

ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার বিকালে ওমানের স্থানীয় সময় ৩টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত প্রবাসীরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।

 

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আলী আকবার সেরাংয়ের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, শহীদ উল্লাহর ছেলে আরজু, মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, ইব্রাহিম মিস্ত্রির মোহাম্মদ রকি ও জামাল উদ্দিনের ছেলে জুয়েল।

 

স্বজনরা জানিয়েছেন, ওমানের দুকুম এলাকায় মাছধরা শেষে ফেরার পথে বাংলাদেশি প্রবাসীদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত সাতজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের লাশ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

এদিকে বিদেশের মাটিতে স্বজনের মৃত্যুর খবরে নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সারিকাইত ইউনিয়নে নিহতদের বাড়িতে ছুটে আসছেন বলে জানা গেছে।

 

বুধবার রাত ৯টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা যুগান্তরকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি, খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email