জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি

ফিফা আন্তর্জাতিক সূচির অক্টোবর উইন্ডোতে আর্জেন্টিনা জাতীয় দল খেলছে টানা দুটি প্রীতি ম্যাচ। ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচে ছিলেন না দলের অধিনায়ক লিওনেল মেসি। গ্যালারিতে উপস্থিত থাকলেও মাঠে নামেননি তিনি, যা ঘিরে ছিল নানা আলোচনা।

তবে এর পরদিনই মেসিকে দেখা গেল যুক্তরাষ্ট্রের মাঠে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নিজ ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন তিনি। শুধু অংশগ্রহণই নয়- দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলকে এনে দেন দারুণ এক জয়।

জাতীয় দলের ম্যাচে বিশ্রামে থাকলেও ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচে তার এমন পারফরম্যান্স প্রশ্ন তুলছে মেসির খেলার অগ্রাধিকারের দিক নিয়েও।

ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে মেসির এমন নৈপুণ্য আবারও প্রমাণ করলো, ঠিক সময়ে ঠিক জায়গায় থাকলে এখনও তিনি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email