ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার দুaপুর সাড়ে ১২টার দিকে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী ঢাকা কলেজের এক শিক্ষার্থীর পরিচয়পত্র ছিনিয়ে নেয় ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার পর দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email