বাংলাদেশিরা কি এবার যুক্তরাষ্ট্রের ডিভি লটারি পাচ্ছেন

বাংলাদেশিরা কি এবার যুক্তরাষ্ট্রের ডিভি লটারি পাচ্ছেন

অনেক মানুষের জীবন বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি)। লটারির মাধ্যমে পাওয়া এ ভিসার আকাঙ্ক্ষা থাকে অনেকেরই। যুক্তরাষ্ট্রে যে দেশের অভিবাসীর সংখ্যা মূলত কম সেসব দেশকেই এ ভিসা দেওয়া হয়ে থাকে। প্রত্যেক বছর সবমিলিয়ে ৫৫ হাজার মানুষ এ ভিসার সুবিধা ভোগ করেন।

সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস গত ১৯ অক্টোবর জানায় মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত অভিবাসন সীমা অতিক্রম করায় কয়েকটি দেশকে এই সুবিধার বাইরে রাখা হয়েছে। ফলে গত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশের কেউ ডিভি লটারির সুবিধা পাবেন না।

যেসব দেশ এ সুবিধা পাবেন না তারা হলো – বাংলাদেশ, ভারত, ব্রাজিল, কানাডা, চীন ও হংকং, কলম্বিয়া, ডোমিনিক রিপাবলিক, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনেজুয়েলা এবং ভিয়েতনাম।

এসব দেশ গত পাঁচ বছরে ৫০ হাজার বা তারও বেশি অভিবাসীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। দেশটির নিয়ম হলো যেসব দেশের মানুষ গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে গেছে তাদের নাগরিকদের ডিভি লটারি দেওয়া হবেনা।

ডিভি লটারির জন্য ইলেকট্রনিক এন্ট্রি ফর্মের মাধ্যমে প্রতি বছর লক্ষ লক্ষ আবেদনকারী নিবন্ধন করেন। এই প্রোগ্রামে নাম জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর ‘র‍্যানডোমাইজড কম্পিউটার ড্রয়িংয়ের’মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক আবেদনকারীকে নির্বাচন করা হয়। যারা নির্বাচিত হন, তারা ভিসার জন্য আবেদন করতে পারেন, অথবা তারা যদি যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকেন এবং অন্য সব দিক থেকে যোগ্য হন, তবে তারা একজন ডিভি অভিবাসী হিসেবে তাদের স্ট্যাটাস অ্যাডজাস্ট করার জন্য আবেদন করতে পারেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email