বিএনপি অযৌক্তিকভাবে সরকারের ওপর চাপ দিচ্ছে-তাহের

বিএনপি অযৌক্তিকভাবে সরকারের ওপর চাপ দিচ্ছে-তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, বিএনপি সরকারের উপর অযৌক্তিক ও অগণতান্ত্রিক চাপ সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেছেন, দীর্ঘ আলোচনা ও জাতীয় ঐকমত্যের মাধ্যমে গঠিত জুলাই সনদ থেকে হঠাৎ সরে গিয়ে বিএনপি জাতীয় ঐক্য প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।

শুক্রবার সকালে কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকার কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরে তিনি চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আয়োজনে ভোটকেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

তাহের বলেন, ঐকমত্য কমিশনের মাধ্যমে যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল, সেখানে সব রাজনৈতিক দল বিএনপি নিজেদের মতামত দিয়েছিল। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম, গণভোটের মাধ্যমে জনগণের মত নিয়েই এই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু এখন বিএনপি বলছে, তারা এই প্রক্রিয়া মানে না। এটি নিঃসন্দেহে দায়িত্বহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অবস্থান।

তিনি আরও বলেন, বিএনপি এত দিন আলোচনায় থেকে যখন সবাই একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছেছে, তখন তারা সরে গিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরির চেষ্টা করছে। এতে জনগণের সময় ও জাতীয় প্রক্রিয়া উভয়ই নষ্ট হচ্ছে।

জামায়াতের এই নেতা বলেন, বিএনপি এখন দাবি করছে যে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে।

এ প্রসঙ্গে তাহের বলেন, গণভোট হচ্ছে সংস্কারের প্রশ্নে জনমত যাচাইয়ের জন্য, আর জাতীয় নির্বাচন হচ্ছে সরকার গঠনের জন্য। এই দুটি বিষয় একসঙ্গে মেশানো অযৌক্তিক। বিএনপি রাজনৈতিক ফায়দা তুলতেই এমন দাবি করছে।

তাহের আরও বলেন, “আমরা শুরু থেকেই বলেছি সংস্কার জনগণের রায়ের ভিত্তিতেই হতে হবে, কারণ জনগণই ক্ষমতার উৎস। এখন বিএনপি নিজেই সেই অবস্থান থেকে সরে গিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

তিনি সতর্ক করে বলেন, “যদি সরকার রাজনৈতিক চাপের মুখে নিজের অবস্থান থেকে পিছু হটে, তাহলে জনগণের আস্থা হারানোর আশঙ্কা থাকবে। সরকারকে অবশ্যই নিরপেক্ষতা বজায় রেখে সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান।

উপস্থিত ছিলেন, জামায়াতের কুমিল্লা অঞ্চলের টিম সদস্য আবদুস সাত্তার, দক্ষিণ জেলা আমির মোহাম্মদ শাহজাহান, মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া এবং সাবেক উপজেলা আমির সাহাব উদ্দিন।

সভায় বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্য বজায় রাখা জরুরি, নচেৎ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email