রাস্তার পাশে খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধের নির্দেশ

রাস্তার পাশে খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধের নির্দেশ

রাস্তার পাশে আপাতত খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই তেল দিয়ে অনেক সময় অঘটন ঘটানো হয়। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জাহাঙ্গীর আলম আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে সতর্ক আছে সরকার। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।

আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সিদ্ধান্ত ৩-৪ দিনের মধ্যে

তিনি বলেন, ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনও ধরণের আশঙ্কার কারণ নেই। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে, রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ১৩ নভেম্বর ঘিরে আমাদের কার্যক্রম চলছে। কেপিআইগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। এ ধরনের ঘটনা প্রতিরোধে বাহিনীর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, অনেকেই বলেন সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়। এজন্য যারা জামিন দেয় তাদের প্রতি অনুরোধ, তারা যেন সন্ত্রাসীদের জামিন না দেয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email