জনগণের রায় ছাড়া যারা ঘি খেতে চান, তাদের ওপর আওয়ামী প্রেতাত্মা ভর করেছে-বক্কর

জনগণের রায় ছাড়া যারা ঘি খেতে চান, তাদের ওপর আওয়ামী প্রেতাত্মা ভর করেছে-বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপির মনোনয়ন তালিকা, নির্বাচনী প্রস্তুতি ও বিএনপির পক্ষে জনজোয়ার দেখে কয়েকটি দল দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে ৯০ পরবর্তী পুরাতন ঐক্য নতুন করে হয়েছে কী না, জনগণ তা জানতে চায়। পলাতক ফ্যাসিবাদের হুঙ্কারের পর পর তাদের এককালের দোসরদের হুঙ্কার শুনে জনগণের মনে এখন সেই প্রশ্ন দেখা দিয়েছে। জনগণের রায় ছাড়া যারা ঘি খেতে চান, তাদের ওপর আওয়ামী প্রেতাত্মা ভর করেছে। আওয়ামী নেত্রী যেমন ৯০ পরর্বতীতে জামায়াতকে সাথে নিয়ে ধাক্কা ঝাঁকি দিয়ে গণতন্ত্র শেখানোর নামে গণতন্ত্রের বিনাশ করতে চেয়েছিলেন, জামায়তের নেতারা তেমনি তাদের এককালের নেত্রীর দেখানো পথে আঙ্গুল বাঁকা করে ঘি তোলার নামে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নস্যাত করতে চাচ্ছেন। তবে নির্বাচনের জন্য মুখিয়ে থাকা জনগণের জোয়ারে সব হম্বিতম্বি ভেসে যাবে। কয়েকটি দলের এই ফাকা হুঙ্কার জণগণ বরদাশত করবে না।

তিনি বৃহস্পতিবার (১৩ ন‌ভেম্বর) বিকেলে নগরীর কোতোয়ালি মোড়ে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে গনসংযোগ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর কো‌তোয়ালী মোড় থে‌কে শুরু করে ফি‌রি‌ঙ্গি বাজার ও ব্রিজঘা‌ট এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফ‌লেট বিতরন ও গণসংযোগ করেন।

তিনি জনগণের প্রতি নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো মূল্যে ফেরুয়ারিতেই নির্বাচন হতে হবে। তিনি নেতাকর্মীদের প্রতি ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার আহবান জানান।

ফি‌রি‌ঙ্গি বাজার ওয়ার্ড বিএন‌পির আহবায়ক সাদেকুর রহমান রিপনের সভাপতিত্বে ও সদস‌্য স‌চিব জাহেদ আহমেদের প‌রিচালনায় এতে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর বিএন‌পি নেতা হামিদ হোসাইন, ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সভাপ‌তি আকতার খান, ওয়ার্ড বিএন‌পির যুগ্ম আহবায়ক সাইফু্উদ্দিন মির্জা, নূর মোহাম্মদ, রমজান আলী, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, আবু নাসের সাজ্জাদ, ইকবাল শরীফ, মো. ওয়াসীম, সদস‌্য আরিফ সোহেল, শফি সওদাগর, শামীমুল হক, মো. হারুন, মো. সিরাজ, আব্দুর রশিদ খোকন, জকির হোসেন, মো. সাইফুল, আবুল বশর, মো. ইসহাক, আবদুর রহমান, মো. মূসা, আব্দুল গফফার ডালিম, যুবদল নেতা মো. আশরাফ, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দীন মুন্না, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহেদুল সোহেল, যুবনেতা আতিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ কবির, ছাত্রনেতা মো. শাওন, মো. আরাফাত, মো. সালমান, মো. ফায়াজ, মো. হাসনাত প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email