
ঝিনাইদহের শৈলকূপায় এক অসহায় পরিবারকে সহযোগিতা করেছে ‘আমরা বিএনপি পরিবার’। ১৮ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী নাজমিন খাতুনকে যে দীর্ঘ ১৩ বছর ধরে শিকলে বন্দী অবস্থায় রয়েছে- বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে শৈলকূপা উপজেলার আনন্দনগর গ্রামে এই উপলক্ষে আলোচনা ও সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।
কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। এ সময় আমরা বিএনপি পরিবার-এর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এর আগে অতিথিরা আনন্দনগর গ্রামে নাজমিন খাতুনের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার সবসময় মানবিক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে আজ এই অসহায় পরিবারটিকে সহযোগিতা করা হলো। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক রাষ্ট্র।
প্রসঙ্গত, প্রতিবন্ধী নাজমিনের বর্তমান বয়স ১৮ বছর। অসুস্থতার কারণে গত ১৩ বছর ধরে তাকে ঘরের মধ্যে শিকলে বেঁধে রাখা হয়েছে। অর্থের অভাবে তার পরিবার চিকিৎসা করাতে পারেনি। নাজমিনের ভাই জোবায়েরও মানসিক প্রতিবন্ধী। দিনমজুর নাছির মন্ডল ও বুলবুলি বেগম তাদের দুই সন্তানকে নিয়ে অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন।







