মজলুমের দোয়া আজ কবুল হলো : শামারুহ মির্জা

মজলুমের দোয়া আজ কবুল হলো : শামারুহ মির্জা

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা বলেছেন, সেই ২০১৩ থেকে আমি অপেক্ষা করছিলাম। মজলুমের দোয়া আজ কবুল হলো। আল্লাহ সর্বশক্তিমান।

রোববার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেন, “রায় দিল। আব্বুকে ফোন করলাম! কাঁদলাম! সেই ২০১৩ থেকে আমি অপেক্ষা করছিলাম!”

তিনি আরো লিখেন, “আমাদের জীবনের যে ভয়াবহ ক্ষতি করেছিল হাসিনা। কতবার ভেবেছি, কবে সুযোগ আসবে, আমি মামলা করব—আমাদের মানসিক শারীরিক এবং আর্থিক ক্ষতি করবার জন্য। এই ১২ বছরে কত লাখ লাখ পরিবার শেষ করেছে হাসিনা । কত মানুষ খুন করেছে গুম করেছে! মজলুমের দোয়া আজ কবুল হলো।”

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email