সমগ্র হাটহাজারী শান্তি-সম্প্রীতির চারণভূমি হয়ে থাকবে : মীর হেলাল

সমগ্র হাটহাজারী শান্তি-সম্প্রীতির চারণভূমি হয়ে থাকবে : মীর হেলাল

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও হাটহাজারী বায়েজিদ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, হাটহাজারী এই অঞ্চলের একটি শান্তির নিবাস।সুদুর অতীতে থেকে হাটহাজারী সকল ধর্ম বর্ণ, শ্রেণী পেশার মানুষের শান্তি-সম্প্রীতির চারণভূমি হয়ে আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। যারা শান্তির জনপদ হাটহাজারীকে অশান্ত করতে চাইবে, সন্ত্রাসের পথে হাটবে হাটহাজারীতে তাদের কোন স্থান হবে না।

আজ হাটহাজারীর গুমান মর্দন পেশকার হাট উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে। আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশে প্রতিটি গ্রামের সার্বিক উন্নয়ন নিশ্চিত করবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আমার পিতাসহ আমাদের পরিবার সারা জীবন হাটহাজারীর সেবায় নিয়োজিত।আমি আপনাদের সন্তান। আমিও আপনাদের খেদমত করতে চাই।

ছাত্রছাত্রীদের উদ্দেশে মীর হেলাল বলেন, শুধুমাত্র মেধা নয়,অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই জীবনের অভিষ্ঠ লক্ষ্যে পৌছানো যায়। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেন।

পেশকার হাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদেের সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জহুরুল আলম।
সুজা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন গুমানমর্দন পেশকারহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইফতেখরুল আলম।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ রফিকুল আলম চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল আলম জনি,বর্তমান সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, যুবনেতা নুরুল কবির তালুকদার গুমানমর্দন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ হোসেন মেম্বার, সদস্য সচিব মোঃ মুজিবর রহমান, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, শিক্ষার্থী মোঃ আলী। উপস্থিত ছিলেন বিএনপিনেতা মাসুদ পারভেজ, ওসমান হেলাল, দুলাল খাঁন,আসিফ মিজান, যুবদলের সভাপতি আব্দুল মান্নান, নেজাম, কামাল উদ্দিন, জানে আলম, আহমদ সাফা, বেলাল উদ্দিন, নুরুল আমিন, মহিউদ্দিন, বেলাল হোসেন পুতুল, মোঃ রাশেদুল ইসলাম, বদিউল আলম প্রমূখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email