চট্টগ্রামের নোয়াপাড়ায় অস্ত্র-গুলিসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রামের নোয়াপাড়ায় অস্ত্র-গুলিসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

তিনি বলেন, ‘১৮ নভেম্বর রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাউজান থানা ও পটিয়া থানার সমন্বিত অভিযানে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে স্থানীয় মুদি দোকানদার জহির আহাম্মদকে প্রথমে আটক করা হয়। পরে তার দোকানের তাক থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

‘জহিরের স্বীকারোক্তির ভিত্তিতে পটিয়া থানার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে মো. সাকিবুল ইসলাম ও রানা নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এর আগে সোমবার (১৭ নভেম্বর) রাউজান থানার একটি মামলায় গ্রেপ্তার হওয়া আসামি হুমায়ুন উদ্দীনের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর চৌধুরীহাট এলাকার একটি পুকুরপাড় থেকে পুঁতে রাখা অবস্থায় একটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলো মামলার পলাতক আসামি মহিউদ্দিন লুকিয়ে রেখেছিলেন বলে জানা গেছে। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা চলতি (নভেম্বর) মাসে ৫টি মামলা করেছে, গ্রেপ্তার হয়েছে ৮ জন। উদ্ধার হয়েছে ১৬টি আগ্নেয়াস্ত্র, ৮টি দেশীয় অস্ত্র, ৭৫ রাউন্ড গুলি ও ২৪টি কার্তুজ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email