কমিশনার বলেন, আমাদের লক্ষ্য একটাই, প্রযুক্তিনির্ভর, সময়োপযোগী ও প্রমাণভিত্তিক পুলিশ সেবা নিশ্চিত করা।
ডিবির সাইবার সাপোর্ট সেন্টারে নারী ও কিশোরদের সুরক্ষা অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার।
সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ও কিশোরদের ওপর হয়রানির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সাইবার সাপোর্ট সেন্টার বিশেষভাবে তাদের সুরক্ষায় কাজ করবে। হয়রানির শিকার হলে যাতে দ্রুত সাপোর্ট পায়—এটাই আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার।
সাইবার নিরাপত্তা শুধুমাত্র পুলিশের দায়িত্ব নয় উল্লেখ করে কমিশনার বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান এবং নিরাপদ অনলাইন পরিবেশ গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সাপোর্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।