
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের নিকটবর্তী এলাকায়।
ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই বাসা-বাড়ি, অফিস ও প্রতিষ্ঠানের বাইরে বের হয়ে আসেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প মনিটরিং সেল থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। নতুন তথ্য পাওয়া মাত্রই হালনাগাদ জানানো হবে।







