রাজধানীতে ভূমিকম্পে ভবন ধস ও ফাটল, বহু হতাহতের শঙ্কা

রাজধানীতে ভূমিকম্পে ভবন ধস ও ফাটল, বহু হতাহতের শঙ্কা
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন ধস, হেলে পড়া ও ফাটলের খবর পাওয়া গেছে।

রাজধানীর আরমানিটোলা কসাইটুলিতে একটি ৮ তলা ভবনের পলেস্তারার কিছু অংশ ও ইট খসে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

খিলগাঁও নির্মাণাধীন ভবনের পাশে পার্শ্ববর্তী দোতলা ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে।

বারিধারা ব্লক-এফ, রোড-৫ এ একটি বাসা-বাড়িতে আগুনের খবর পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। এখনও জানা যায়নি আগুন ভূমিকম্পের কারণে হয়েছিল কি না।

সূত্রাপুর স্বামীবাগে আট তলা একটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর ফায়ার স্টেশন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

কলাবাগানের আবেদখালী রোডের একটি সাততলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন একটি ইউনিট সেখানে পাঠিয়েছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবনটি মূলত ঠিক আছে, তবে স্থানীয়রা আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিসে ফোন করেছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email