ফেসবুকে অপপ্রচার: আমীর খসরু ও সরওয়ার জামালকে নিয়ে ভুয়া আইডির পোস্ট

ফেসবুকে অপপ্রচার: আমীর খসরু ও সরওয়ার জামালকে নিয়ে ভুয়া আইডির পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে তিনি এ জিডি করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, ‘বিএনপি মিডিয়া সেল’ নামের একটি ফেসবুক গ্রুপে একটি ফেক আইডি উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এতে দুই নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) এলাকায় নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে।

তিনি অভিযোগ করেন, একটি চক্র ভুয়া আইডি ও গ্রুপ ব্যবহার করে পরিকল্পিত অপতৎপরতা চালাচ্ছে। এমনকি যুবলীগের কিছু ক্যাডারকে ব্যবহার করে রাতে স্লোগান ও সশস্ত্র মহড়ার মাধ্যমে এলাকায় অস্থিরতা তৈরি করারও চেষ্টা চলছে।

জিডিতে আরও বলা হয়, এসব কর্মকাণ্ড উসকানিমূলক এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ–উৎকণ্ঠা বাড়াচ্ছে, যা যেকোনো সময় অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিতে পারে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর ‘ইউজারসিফ সিজান’ নামের একটি ফেক আইডি উক্ত গ্রুপে পোস্ট দিয়ে দাবি করে যে আমীর খসরু নাকি চট্টগ্রামে ‘একচ্ছত্র আধিপত্য’ তৈরি করতে ত্যাগী নেতাদের বাদ দিচ্ছেন। পোস্টটিতে দুই শতাধিক মন্তব্য আসে, যার অনেকগুলো নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন বলেন, “এটি সুপরিকল্পিত অপপ্রচার। ভুয়া আইডির মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তাই বিষয়টি থানায় জানিয়েছি।”
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, জিডি গ্রহণ করা হয়েছে; বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email