সাক্ষাৎ শেষে ভুটানের প্রধানমন্ত্রীকে অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।
সফরের অংশ হিসেবে শনিবার বিকেলে দেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী টোবগে। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত সরকারি ভোজসভাতেও যোগ দেবেন তিনি।
প্রধানমন্ত্রী টোবগে সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত একটি সরকারি ভোজসভায়ও যোগ দেবেন।
