৩.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো আশুলিয়ার বাইপাইল

৩.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো আশুলিয়ার বাইপাইল

নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গাজীপুর ও সাভারের মাঝামাঝি আশুলিয়ার বাইপাইলে ভূ-কম্পন অনভূত হয়েছে।

শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৩.৩। উৎপত্তিস্থল বাইপাইল।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর ও সাভারের মাঝামাঝি আশুলিয়ার বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে এর দূরত্ব ২৯ কিলোমিটার।

গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। এতে বাবা-ছেলেসহ পাঁচজন, ঢাকায় চার ও নারায়ণগঞ্জে এক শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন কয়েক শত মানুষ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email