দীর্ঘদিন ময়লার স্তুপ ও অবৈধ কর্মকাণ্ড ও দোকানপাটে বেদখলে থাকা নাজিরহাট ঝংকার মোড়সংলগ্ন জমিতে অবশেষে প্রতিধ্বনিত হলো পবিত্র আজান। “নামাজের জন্য এসো, শান্তির জন্য এসো”— এই আহ্বানের মধ্য দিয়ে আল্লাহর ঘর উপমহাদেশের প্রখ্যাত সুফী সাধক সুফী আজিজুর রহমান জামে মসজিদ এখন সম্পূর্ণ নির্মিত হয়ে মুসল্লিদের জন্য উন্মুক্ত। বহু প্রতীক্ষার পর এই মসজিদ প্রতিষ্ঠার ফলে এলাকায় রচনা করেছে নতুন এক ইতিহাস।
সম্প্রতি জুমার নামাজে প্রখ্যাত আলেম, স্থানীয় ব্যক্তিবর্গ ও শতাধিক মুসল্লির অংশগ্রহণে মসজিদটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী আজানের ধ্বনিতে প্রতিধ্বনিত হয় তাওহিদের সুস্পষ্ট ঘোষণা ও মুসলিম ঐক্যের আহ্বান।
পবিত্র এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–২ ফটিকছড়ি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সরোয়ার আলমগীর। উদ্বোধনী মুনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। মুনাজাতে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেন।
স্থানীয় বাসিন্দা ফুল মিঞার দৌহিত্র মোঃ ইহসান বলেন, 'ঝংকার মোড়ে একটি মসজিদ হওয়া ছিল সময়ের দাবি। আমরা পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। বরং এতে আমরা অত্যন্ত আনন্দিত।'
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ বাবুনগরী বলেন, দীর্ঘদিন জায়গাটিতে বিভিন্ন অপকর্ম, ময়লার স্তুপ ও অবৈধ দোকানপাটে দখলে ছিল। এখন এটি শুধু একটি মসজিদের উদ্বোধন নয়; দখলমুক্ত ভূমিতে আল্লাহর নামের পুনর্জাগরণ, বিশ্বাস, শান্তি ও ভ্রাতৃত্বের এক নতুন সূচনা।” এই মসজিদ কোন দল বা আকীদার নয়, এই মসজিদ সকল মুসলিম জাতির কল্যাণ নির্মিত।
প্রগ্রেসিভ একাডেমির পরিচালক ওসমান গণি বলেন, 'মসজিদটি শুধু নামাজের স্থান নয়, এটি শিক্ষার, সংহতির এবং সামাজিক ঐক্যের কেন্দ্র হবে। আমরা আশা করি এটি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণারও উৎস হবে।
ঝংকার মোড়ের ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, 'আমরা অনেকদিন ধরে এ মসজিদটি দেখার জন্য অপেক্ষা করছিলাম। এটি আমাদের এলাকায় শান্তি, ধর্মীয় ঐক্য এবং সামাজিক সংহতির প্রতীক হিসেবে থাকবে।'
মসজিদটি শুধুমাত্র নামাজের স্থান হিসেবে সীমাবদ্ধ থাকছে না। এটি এলাকার মুসলিম সমাজকে একত্রিত করার, ধর্মীয় শিক্ষা প্রচারের এবং সামাজিক সহমর্মিতা ও ঐক্য বৃদ্ধির একটি কেন্দ্র হয়ে উঠবে। বিশিষ্ট আলেম ও স্থানীয় নেতাদের উপস্থিতি, সাধারণ মুসল্লিদের উদ্দীপনা, এবং উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন সব মিলিয়ে নাজিরহাটে এটি এক নতুন ইতিহাসের সূচনা করেছে।
ছবির ক্যাপশন: চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড়ে দখলমুক্ত ভূমিতে নির্মিত হওয়া সুফি আজিজুর রহমান জামে মসজিদ।