চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “মিস্টার চট্টগ্রাম ২০২৫” বডি বিল্ডিং প্রতিযোগিতা। শহরের বিভিন্ন জিম ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে আগত প্রতিযোগীরা নিজেদের শক্তি, গঠন ও দক্ষতার চমৎকার প্রদর্শনী উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ বিপিএম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
প্রধান অতিথি হাসিব আজিজ বিপিএ অনুষ্ঠান শেষে তিনি বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কমিটি ও আয়োজক দলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ভূমিকা রাখেন। বিচারক মণ্ডলী বিভিন্ন ক্যাটাগরি থেকে সেরা প্রতিযোগীদের নির্বাচন করেন।