আজ ২৫ নভেম্বর, (মঙ্গলবার) বাদে আছর পটিয়া থানার মোড় জামে মসজিদের হলরুমে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম। দোয়া মাহফিল পূর্ববর্তী বক্তব্যে তিনি বলেন,পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে অন্যায়ভাবে কারাবন্দি করে জুলুম-নিপীড়নের শিকার করা হয়েছে। তার শারীরিক চিকিৎসার মতো মানবিক বিষয়েও সরকার নিষ্ঠুরতা দেখিয়েছে। যথাসময়ে চিকিৎসা না দিয়ে একজন জনপ্রিয়, মজলুম ও গণতন্ত্রকামী নেত্রীকে মৃত্যঝুঁকির মুখে ঠেলে দেয়া হয়েছে। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি - তিনি যেন আমাদের মায়ের মতো নেত্রীকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং আবারও দেশের মানুষের সেবায় ফিরিয়ে দেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম জসীম, মঈনুল আলম ছোটন, সাইফুদ্দীন আহমেদ, হাজী কামাল উদ্দীন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, উপজেলা বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, আলহাজ্ব ইসমাইল হোসেন, হাজী ইব্রাহিম সওদাগর, পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু সালেহ মুহাম্মদ সাইফুদ্দিন, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব নাসির উদ্দীন, উপজেলা বিএনপি নেতা আজমল হোসেন জামাল, শরীফ উদ্দীন চৌধুরী, দিদারুল আলম, আবদুল মন্নান তালুকদার, মোহাম্মদ হাসান, জাকির হোসেন, নুরুল আবছার চৌধুরী, এস এম হাবিব উল্লাহ, আলী আকবর, মন্জুর আলম চৌধুরী, আবদুল মোমেন সওদাগর, জসীম উদ্দীন, নাজিম উদ্দীন, নুরুল আবছার, পৌরসভা বিএনপি নেতা নুরুল হুদা, ইলিয়াস চৌধুরী ভুট্টা, জসীম উদ্দীন মল্ল, মোঃ করিম, সাইফুর রহমান আবু, মফিজুর রহমান, আবদুল মন্নান, জসীম উদ্দীন, মিজানুর রহমান, রেজাউল করিম কিসমত, ওসমান গনি খসরু, মোঃ হারুন, নাসির উদ্দীন টিপু, মামুনুর রশীদ, নুরুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক পিবলু, সাবেক সদস্য সচিব মোঃ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু, সাবেক সদস্য সচিব আবদুল কাদের, কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম,
জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, হামিদুর রহমান পিয়ারু, আল রায়হান সোহেল, মোঃ আবদুল, সিরাজুল ইসলাম তারেক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন, শাহাদাত হোসেন সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী বৃন্দ অংশগ্রহণ করেন।
পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পটিয়া থানা জামে মসজিদের খতিব মৌলানা কাজী মোহাম্মদ রেজাউল করিম।