চট্টগ্রাম-১২ (আনোয়ারা–সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য, আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বৈরাগ ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট শাহাদাৎ হোসেন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়িতে পারিবারিকভাবে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এডভোকেট শাহাদাৎ হোসেন চৌধুরী ছিলেন গণমানুষের একজন জনদরদি ও প্রিয় মুখ। তিন দশকেরও বেশি সময় তিনি জনপ্রতিনিধি হিসেবে সততা, দায়িত্ববোধ ও নিবেদনের সঙ্গে সাধারণ মানুষের সেবা করে গেছেন। জনপ্রতিনিধি হিসেবে তাঁর অর্জন ও সফলতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নজির স্থাপন করে।
১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ১৯৮৫ সালে আনোয়ারা উপজেলার প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচবার নির্বাচিত হয়ে দীর্ঘ সময় এলাকায় নেতৃত্ব দিয়ে গেছেন।
আইন পেশায়ও তিনি ছিলেন সম্মানিত একজন আইনজীবী। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় সক্রিয় ছিলেন তিনি। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এলাকাবাসী।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ নভেম্বর রাতে বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।